সিম কেনার সময় আমাদের ভোটার আইডি কার্ড ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম রেজিষ্ট্রেশন করতে হয়। এক্ষেত্রে সিমের কোন সমস্যা হলে তা সমাধান পেতে অবশ্যই যার ভোটার আইডি কার্ড দিয়ে সিম তোলা হয়েছে তাকে প্রয়োজন হয়ে থাকে। যদি সিম তোলার পর উক্ত সিমের মালিকানা পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে করবেন ও সিমের মালিকানা পরিবর্তন করতে কি কি প্রয়োজন তা নিয়ে থাকছে আজকের এই আর্টিকেল। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
↪ সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম :
সিমের মালিকানা পরিবর্তন করার জন্য পুরাতন মালিক ও নতুন মালিক উভয়ের জাতীয় পরিচয় পত্রের কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ উভয়কেই যেতে হবে নিকটস্থ সিম অপারেটরের কাস্টমার কেয়ারে। কাস্টমার কেয়ারে আপনাদের তথ্য যাচাই করার পর উভয়ের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সিমের মালিকানা পরিবর্তন করার জন্যে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়, তা নিচে উল্লেখ করা হলো-
ধাপ - ১ : কাস্টমার কেয়ারে যোগাযোগ করা :
সিমের মালিকানা পরিবর্তন করার জন্য সর্বপ্রথম কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
ধাপ - ২ : প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া :
মালিকানা পরিবর্তনের জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস কাস্টমার কেয়ারে জমা দিতে হবে। সিমের মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো –
- ববর্তমান মালিক ও নতুন মালিক উভয়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
- বর্তমান মালিক ও নতুন মালিক উভয়ের ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি;
- বর্তমান মালিক ও নতুন মালিক উভয়ে ফিঙ্গারপ্রিন্ট।
এছাড়াও কাস্টমার কেয়ার থেকে অন্য কোনো প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তা অবশ্যই জমা দিতে হবে।
ধাপ - ৩ : অনুমোদনের জন্য অপেক্ষা করুন
নির্দিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে সকল প্রয়োজনীয় তথ্য এবং রিপ্লেসমেন্ট ফি জমা দেওয়ার পর তারা আপনার সকল কাগজপত্র যাচাই করবে। আপনার সকল তথ্য সঠিক হলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার সিমের মালিকানা পরিবর্তন হয়ে যাবে।
↪ মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন
আপনি যে সিমের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তা যদি কোন মৃত ব্যক্তির মালিকানাধীন হয়ে থাকে তাহলে সিমের অপারেটর অনুযায়ী কাস্টমার কেয়ারে গিয়ে মৃত ব্যক্তির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে মালিকানা পরিবর্তন করতে হবে। মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন করার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে তা হলো –
- মৃত ব্যক্তির জাতীয় পরিচয় পত্র;
- মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট;
- নতুন মালিকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
- মৃত ব্যক্তির ওয়ারিশ নামার কপি (ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে);
- মৃত ব্যক্তির ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
- নতুন মালিকের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি;
- অন্যান্য ওয়ারিশদের অনাপত্তিপত্র।
উপরোক্ত কাগজপত্র নিয়ে সিম অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে মৃত ব্যক্তির নামে নিবন্ধিত সিমের মালিকানা পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই নতুন মালিককে স্বশরীরে কাস্টমার কেয়ারে যেতে হবে কারণ তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই নিজের নামে সিম কার্ডের মালিকানা নিতে হবে।
↪ সিমের মালিকানা চেক করার উপায় :
খুব সহজে সিমের মালিকানা অথবা সিমের রেজিস্ট্রেশন চেক করা সম্ভব। সিমের মালিকানা চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন -
- প্রথমে ডায়াল করুন *16001#
- আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ভিজিট লিখে Send করুন;
- এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম গুলোর সকল তথ্য জানিয়ে দেয়া হবে।
0 Comments